প্রতীক পেয়ে প্রচারযুদ্ধে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম

প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। ছবি- সাম্প্রতিক দেশকাল

প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। ছবি- সাম্প্রতিক দেশকাল

প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। আজ সোমবার (১৮ ডিসেম্বর) ১ হাজার ৮৯৬ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা।

সোমবার সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা।

প্রতীক পেয়েই ভোটারদের কাছে ছুটে যান নারায়ণগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন ভোটারদের কাছে। গোলাম দস্তগীর বলেন, ‘আমরা নির্বাচন করব, আমরা উন্নয়নের নির্বাচন করব। আমরা উন্নয়ন করেছি, সেই উন্নয়ন দেখেই জনগণ নৌকাকে ভোট দেবে।’

উৎসবমুখর পরিবেশে, প্রচারণা শুরু হয়েছে চট্টগ্রামেও। রাজশাহী-খুলনায় নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার কাজ চালানোর আশ্বাস প্রার্থীদের। চট্টগ্রাম–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘আমার ২০ বছরের যে পদচারণা মিরেরসরাইয়ে, মানুষকে সেবা করার, সে কারণে তারা আমাকে এক্সসেপ্ট করে নিচ্ছে। আমি অনেক আশাবাদি যে এখানে জয়ী হব।’

খুলনা–১ আসনে নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল বলেন, ‘ভোটারদের সমর্থন আকর্ষণ করতে সমর্থ হলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমি মনে করি।’ মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান প্রতীক পেয়েই টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু নির্বাচনের আশা তার।

সাকিব আল হাসান বলেন, ‘ভোটাররা যেন কেন্দ্রে এসে ৭ জানুয়ারি ভোট দেয়। যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে। আমি আশা করব, সবাই যেন আমাকেই ভোট দেয় কিন্তু যদি তাও না দেয় কোনো আপত্তি নেই। আমি চাই সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।’

শান্তিপূর্ণ নির্বাচনের পথে বাধা দিলে কঠোর আইনি ব্যবস্থার আহ্বান নওগাঁ -১ আসনে নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে সুস্ঠ সুন্দর গ্রহণযোগ্য মূলক উৎসবমুখর নির্বাচন করতে যাতে পারে সেটাই এবার দেখিয়ে দেওয়া হবে।’

প্রতীক পেয়েই প্রার্থী ও সমর্থকদের নিয়ে জোরেশোরে গণসংযোগে নেমেছেন সিলেট, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার প্রার্থীরা। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh