লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচারণা, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ এএম

প্রচারণার কাজে ব্যবহার করা অটোরিকশা। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রচারণার কাজে ব্যবহার করা অটোরিকশা। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিএনজি চালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় প্রচারণার কাজে তাদের ব্যবহৃতটি মাইকটিও জব্দ করা হয়।

এর আগে গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার পরে প্রচারণা চালিয়ে সদর উপজেলার লাহারকান্দি গ্রাম থেকে আসার পথে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অটোরিকশাটিসহ তাদের আটক করে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- নৌকা প্রতীকে প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশা চালক দেলোয়ার হোসেন।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, তারা প্রচারণা কাজ শেষে ফেরার সময় অতি উৎসাহী হয়ে আচরণবিধি লঙ্ঘন করেছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম বলেন, রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘন। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় প্রচার কাজে ব্যবহৃত অটোরিকশা ও মাইক জব্দ করা হয়। এসময় প্রচারকারী ও চালককে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh