ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী মহুলের নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর। ছবি- সাম্প্রতিক দেশকাল

মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর। ছবি- সাম্প্রতিক দেশকাল

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুন্ডু) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ বাজারে এই হামলা চালানো হয়।

স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদারের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে নেতা-কর্মীদের নিয়ে শাখারীদহ বাজারে চা পান করছিলেন তিনি। হঠাৎ করে নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এ সময় নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। হামলায় শাখারীদহ গ্রামের তিনজন আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh