নোয়াখালীতে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন দুলাল। ছবি: নোয়াখালী প্রতিনিধি

যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন দুলাল। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে নাশকতার মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন দুলাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

এর আগে, একই দিন ভোররাতের দিকে তাকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানার পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাশকতায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh