নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ৯ দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি- সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি- সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত, চীন, রাশিয়াসহ নয় দেশ নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন নির্বাচন পর্যবেক্ষণ করবে।

এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।

নির্বাচন পর্যবেক্ষণে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেলও ঢাকায় রয়েছে। তিনি অবশ্য মোট বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা প্রকাশ করেননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh