কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা উল্লেখ করে নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনেরও দাবি দলটির। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলে এমন দাবি জানান তিনি।

বর্তমান সংসদ বিতর্কিত উল্লেখ করে এটি ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিল এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হবে। অন্যথায় সব জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হবে। 

মহাসচিব বলেন, এরপরও দাবি আদায় না হলে কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। তখন রাজপথ উত্তাল হয়ে উঠবে। নির্বাচন কমিশন (ইসি) পাতানো নাটক তৈরি করতে যাচ্ছে। এতে কেউ অংশ না নেয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh