ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। ছবি- সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি গাজায় অব্যাহতভাবে অপরাধ সংঘটিত করতে থাকে, তাহলে ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে আরব নিউজের অনলাইন সংস্করণ।

কমান্ডার রেজা নাকদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, শিগগিরই ভূমধ্যসাগর, জিব্রালটার প্রণালী এবং অন্যান্য পানিপথ বন্ধ করে দেয়া হবে। তার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে।

ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে যুদ্ধে সমর্থন করে ইরান। অন্যদিকে গাজায় ইসরায়েল অপরাধ সংঘটিত করছে এবং তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে তাদের অভিযোগ। 

উল্লেখ্য, গত মাসে বাণিজ্যিক জাহাজ লোহিত সাগর দিয়ে অতিক্রমের সময় তাতে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গ্রুপ। এই গ্রুপের প্রতিও ইরানের সমর্থন আছে। শুক্রবার হোয়াইট হাউস বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানে হামলা পরিকল্পনায় গভীরভাবে যুক্ত ইরান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh