জনগণ ভোটের মাধ্যমে মিথ্যাচারের জবাব দেবেন: মোজাম্মেল হক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম

আ ক ম মোজাম্মেল হক। ছবি: সাম্প্রতিক দেশকাল

আ ক ম মোজাম্মেল হক। ছবি: সাম্প্রতিক দেশকাল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমার বিশ্বাস জনগণ ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র ও মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবেন এবং সমালোচনাকারীদের শোচনীয় পরাজয় হবে।  

আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাকে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করলে আপনাদের করণীয় কী- এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনো মতামত নেই। দল যে সিদ্ধান্ত দেবে আমি সেটার পক্ষে আছি এবং থাকবো। 

তিনি বলেন, যারা প্রার্থী হয়েছেন তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছেন তা দুঃখজনক। 

তিনি আরও বলেন, আপনারা জানেন এক সময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ বজায় থাকে। দলমত নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসী ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি গাজীপুর-১ আসনের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দেবেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh