পক্ষপাতিত্বের অভিযোগে ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম

ওসি নাজমুল হাসান। ছবি: মাদারীপুর প্রতিনিধি

ওসি নাজমুল হাসান। ছবি: মাদারীপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় পক্ষপাতিত্বের অভিযোগে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আওয়ামী লীগের বর্তমান এমপি ও নৌকার প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা সমাবেশে পক্ষপাতিত্ব মূলক আচরণ করে আসছেন। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাকে কালকিনি থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করতে বলেছে।

এব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, কালকিনির ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh