মানুষেরই স্বপ্ন বিক্রি হয়

আসমা চৌধুরী

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমি কি জানি আগামীকাল বলতে কিছু থাকবে না
আসরের মধ্যে একা হয়ে যাওয়া এমন দিন 
বাড়ির পুকুরে ঝাঁপ দেয়া এমন দিন
স্কুলের সেই পাঁচিলের ওপাশে লুকিয়ে দেখা সংসার
প্রিয় চিঠির চন্দন কাঠের বাক্স, সব ঘ্রাণ কার জন্য রাখে?

হাত উঁচু করা দুপুরের ভীষণ লড়াইয়ের প্রতিজ্ঞা, থেমে যায়
কেউ কেউ সব দুঃখ নিয়ে মাঝরাতে চলে যায় মাঠে
সেখানে গান থাকে না, কথা থাকে না, হতাশার অন্য নাম একা
কার সাথে যুদ্ধ, ঘৃণা, ক্ষোভ! শেকলে জড়ানো পা
মানুষেরই স্বপ্ন নিয়ে বিকিকিনি হয়, যারা বলে
আমি তোমার পাশে আছি, অচিন কারিগর তাদের 
নতুন জন্ম দেয়, যার নাম বিভীষিকা, যার নাম দালাল।

পরাজয়ের পর কোন হাত ওপরে ওঠে না
আগামীকালের কাছে কতটা থেকে যায় চোখের জল!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh