পোলিং এজেন্ট প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের এ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, এই পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রার্থীদের মনোনীত প্রতিনিধি। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত দুই সেশনের মাধ্যমে প্রশিক্ষণ দিবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটি। সারা দেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি নৌকার আসন থেকেই পাঁচ জন পোলিং এজেন্ট প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh