ঢাকা মাতাবেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ছবি- সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ছবি- সংগৃহীত

ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। আগামী বছরের শুরুতে ঢাকায় তার কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) তাকে নিয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস।

প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস প্রোভাইডার বৃষ্টি সূত্রধর গণমাধ্যমকে বলেন, আমরা নতুন বছরে জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথকে প্রথমবারের মতো বাংলাদেশে আনার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইবেন।

তিনি আরও বলেন, এই আয়োজনে বাংলাদেশ থেকে জেফারের থাকার সম্ভাবনা রয়েছে। আর আয়োজনটির সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে আর্মি স্টেডিয়াম অথবা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

কবে থেকে টিকিট পাওয়া যাবে, এমন প্রশ্নে বৃষ্টি সূত্রধর বলেন, আমরা শিগগির ভেন্যু চূড়ান্ত করে টিকিটের ঘোষণা দেব। আসলে আন্তর্জাতিক পারফরমারের ক্ষেত্রে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সব চূড়ান্ত করেই ঘোষণা দেওয়া হবে।

২০১৫ সালে ‘সি ইউ অ্যাগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান চার্লি পুথ। এতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষ স্থান ধরে রেখেছিল গানটি। গ্র্যামিতেও পেয়েছিল মনোনয়ন।

এ ছাড়া তার ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh