কাপ্তাইয়ে বুনোহাতির আক্রমণে স্কুলছাত্রের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম

রাঙ্গামাটি জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাঙ্গামাটি জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বুনোহাতির আক্রমণে অংশে হ্লা মারমা নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার এই ঘটনা ঘটে।

অংশে হ্লা মারমা রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। রাজস্থলীর বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৩২২ নম্বর নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে ওই শিক্ষার্থী বন্য হাতির সম্মুখীন হয়েছিল। তখন কিছু বুঝে ওঠার আগে হাতি তাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা জানান, আমি খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবরের বিষয়ে নিশ্চিত হয়েছি। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh