লক্ষ্মীপুরে নৌকার কর্মীদের হাতে লাঞ্ছিত স্বতন্ত্র প্রার্থী পবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:১০ এএম

 লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন। ছবি: প্রতিনিধি

লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন। ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নৌকা প্রতীকের সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এঘটনায় জেলা রিটানিং অফিসারের কাছে অভিযোগ দিতে স্বতন্ত্র প্রার্থী আসেন। এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণসংযোগ চলাকালীন সময়ে নৌকার কর্মীদের হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন।

প্রত্যক্ষদর্শী সামছুল, কামরুলসহ কয়েকজন জানান, সন্ধ্যার একটু আগে রামগঞ্জ শহরের আল আরাফাহ কাউন্টারের সামনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের কর্মীরা জড়ো হয়। কিছুক্ষণের মধ্যে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মালের নেতৃত্বে উত্তর দিক দিকে নৌকার একটি মিছিল ওই স্থানে আসে। একই সময়ে পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভর নেতৃত্বে নৌকার আরেকটি মিছিল আসে। মাঝখানে ঈগলের কর্মীরা অবস্থান নেয়। এসময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন উপস্থিত হয়ে তার কর্মীদের নিয়ে একটি মিছিল ওই স্থান থেকে সোনাপুরের দিকে অগ্রসর হয়। তাদের পেছনে পেছনে নৌকার কর্মীরা অরেকটি মিছিল নিয়ে যায়। এসময় দু'পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নৌকার কর্মীদের হাতে লাঞ্ছিত হন হাবিবুর রহমান পবন।

স্বতন্ত্র প্রার্থী পবন বলেন, আমার প্রতীক ঈগলে ভোট চেয়ে প্রচারণায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় নৌকার কর্মীরা এসে আমাদের গণসংযোগে বাঁধা সৃষ্টি করে। তারা আমাকে ও আমার নেতাকর্মীদের লাঞ্ছিত করে। আমার পরনের কাপড় ধরে টানাটানি করে। বিষয়টি আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, এ বিষয়ে কোন প্রার্থী অভিযোগ দেয়নি। ইলেকট্ররাল কমিটি আছে, প্রার্থী চাইলে সেখানে অভিযোগ দিতে পারে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে বলেও জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh