রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ছবি: কক্সবাজার প্রতিনিধি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দিল মোহাম্মদ নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিহতের এই ঘটনা ঘটে। নিহত দিল মোহাম্মদ জামতলী ক্যাম্পের ই ব্লকের আবুল হাশিমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ১০/১২ জনের একদল দুর্বৃত্ত জামতলী ক্যাম্পের ই ব্লকের রাস্তার মাথায় দিল মোহাম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ দিল মোহাম্মদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh