মাইক্রোসফটের 'কো-পাইলট' এখন অ্যান্ড্রয়েডেও কাজ করবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পিএম

মাইক্রোসফটের এআই চ্যাটবট টুল 'কো-পাইলট' | ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের এআই চ্যাটবট টুল 'কো-পাইলট' | ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের এআই চ্যাটবট টুল 'কো-পাইলট' অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হয়েছে। অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এবং এতে সাইন ইন করার জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না।

মাইক্রোসফটের আই চ্যাটবট 'কো-পাইলট' দিয়ে ব্যবসায়িক ই-মেইল লেখা থেকে শুরু করে কোডিংও তৈরি করা যাবে। কো-পাইলটে ব্যবহার করা হয়েছে ওপেন-এআই এর সর্বশেষ মডেল জিপিটি-৪ এবং ডিএএলএল-ই ৩। এর মাধ্যমে সাধারণ টেক্সট থেকে ইমেজও তৈরি করা যাবে।

সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, অতীতের বিং চ্যাটের বর্তমান সংস্করণ কো-পাইলটে মোবাইল সংস্করণটি কোনোরকম প্রাতিষ্ঠানিক ঘোষণা ছাড়াই চালু করা হয়েছে। চলতি মাসের শুরুর দিক থেকেই অ্যাপটি চালু করা হয়েছে। কো-পাইলটের আইওএস সংস্করণ এখনও আসেনি এবং কবে নাগাদ আসবে সে সম্পর্কেও কোনও ধারণা দেওয়া হয়নি।

তবে এই অ্যাপটির মাধ্যমে কো-পাইলট মোবাইলের জগতে প্রবেশ করলো বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। এর আগে উইন্ডোজ ১০-এর জন্য এটি চালু করা হয়। তবে মাইক্রোসফটের নতুন এই আপডেটের সঙ্গে থাকছে ভিডিও’র সারসংক্ষেপ তৈরির ক্ষমতা এবং গান তৈরির ফিচার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh