গাজীপুরে ১৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

গাজীপুর জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

গাজীপুর জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের আরও ১৯ কর্মকর্তাকে গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

গাজীপুর জেলায় নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন- পরিকল্পনা বিভাগে সংযুক্ত উপসচিব বিজেন ব্যানার্জী, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব বিনিতা রানী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এ. বি. এম. এহছানুল মামুন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরীন মাধবী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মনোয়ারা বেগম, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে সংযুক্ত উপসচিব মো. সাইফুল ইসলাম ভূঞা, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশনের পরিচালক আবুল কাশেম মুহাম্মদ শাহীন, সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান, সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব হোসনে আরা পপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মৌরীন করিম, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোসা. মৌসুমী হাবিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবাইয়াৎ ফেরদৌসী।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুয়ায়ী নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩১ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করবেন। পরে তারা আগামী ৪ জানুয়ারি গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট/রিটার্নিং অফিসারের নিকট যোগদান করবেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh