বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

ময়মনসিংহ জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

ময়মনসিংহ জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা. ফাইজা (৬)। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসত ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। শনিবার বিকেল ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে জামাল বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় জামাল চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও ঘটনা স্থলে মারা যান। 

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, অটোরিকশা চার্জে দেওয়া ছিল। সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। অটোরিকশা  বের করতে গেলে এমন দুর্ঘটনা ঘটে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর খবরে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh