নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম

 বিএনপি থেকে বহিষ্কৃত মো. মোমিনুর রহমান। ছবি: সাম্প্রতিক দেশকাল

বিএনপি থেকে বহিষ্কৃত মো. মোমিনুর রহমান। ছবি: সাম্প্রতিক দেশকাল

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মোমিনুর রহমান।

আজ সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিষ্কৃত মোমিনুর রহমান ৩০ ডিসেম্বর বিকেলে বামুনিয়া ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি কেন্দ্র অবহিত হলে সোমবার তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh