দেশ

শাফিনূর শাফিন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

তোমার কথা ভাবি, না ভাবলেও চলে! 
রসাতলে কে টেনে নিয়ে গেল তোমাকে 
না কোন চুলায় তোমায় ফাঁকি দিয়ে 
লুটে নিলো সব- তোমারই কোন হরিহর আত্মা 
ভেবে কী লাভ!

এই তো চেয়েছিলে,
তোমার সুদিন সমারোহ গ্রহণ করুক চাঁদ, 
গিলে ফেলুক সে তোমার 
 না ফলা ফসলের ব্যর্থতার ঘ্রাণ
অন্য হাতে মুছে ফেলুক মুখের খুব হাসি 
চেয়েছিলে ভুলে যাক- 
যতটা দূরে গেলে দূরত্ব  
ভুলে যায় তার ফিরে আসার পথ!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh