মতিয়া চৌধুরীকে অসুস্থ বললেন স্বতন্ত্র প্রার্থী

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ। ছবি: শেরপুর প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর বিপরীতে শেষ সময়ের প্রচার প্রচারণায় সরব হয়ে উঠেছেন এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরীকে বিশ্রামে যাওয়ার কথা বলেন।

তিনি গণসংযোগে নেমে নৌকা প্রতীকের প্রার্থী মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাকে ৭ তারিখ নির্বাচিত করেন। আপা অসুস্থ, তাকে চাপ দিয়েন না। তাকে রেস্টে রাখুন। আমাকে ঈগল মার্কায় ভোট দিন। আমি আপনাদের দেওয়া সকল ওয়াদা পুরণ করবো।’

এদিকে ২ জানুয়ারি মঙ্গলবার রাতে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী তার নিজ এলাকা নকলার বানেশ্বরদী ইউনিয়নের দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করেন এবং দুই হাত তুলে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh