‘অপতৎপরতার বিরুদ্ধে কঠোর থাকবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে পুলিশ। কমিশনের নির্দেশনা, নির্বাচন বিরোধী কোনো কাজ করা যাবে না। যারাই এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যারাই অপতৎপরতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। 

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

ডিবি প্রধান বলেন, ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিবি প্রধান আরও বলেন, বিএনপির তৎপরতা থেমে নেই, নির্মাণ শ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নাশকতার তথ্য নেই, তবে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh