প্রাণিসম্পদ সচিবের সঙ্গে বিডিএফএ নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম

মোহাম্মদ সেলিম উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিডিএফএর নেতারা। ছবি: সংগৃহীত

মোহাম্মদ সেলিম উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিডিএফএর নেতারা। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ বুধবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) নেতারা।

এ সময় বিডিএফএ'র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আলী আজম রহমানসহ অন্যরা সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত সচিব সেলিম উদ্দিন খামারিদের উন্নয়নে সব রকম সহায়তার আশ্বাস দিয়ে বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে গড়ে উঠেছে অসংখ্য ডেইরি খামার। খামারীরা নিরলসভাবে দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে দেশের জনগণের পুষ্টি নিরাপত্তায় অবদান রেখে চলেছেন। এই খাতে প্রান্তিক খামারীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খামারিদের সুখে-দুঃখে এক হয়ে কাজ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh