ঢাকায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম

র‌্যাবের বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ছবি-  সংগৃহীত

র‌্যাবের বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে র‌্যা‌পিড অ‌্যাকশন ব‌্যাটালিয়ন (র‍্যাব-৩)। 

আজ শুক্রবার (৫ জানুয়ারি) র‍্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. আরিফুর রহমান এসব তথ‌্য জানান।

তি‌নি জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‍্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. আরিফুর রহমান আরও জানান, এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়েন করা হয়েছে। যেকোনও মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখতে দুষ্কৃতিকারী ও নাশকতাকারীদের অপচেষ্টা প্রতিহত করতে আমরা তৎপর। তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে র‌্যাবের চেকপোস্ট চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh