পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসে মিলল যেসব আলামত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম

নমুনা সংগ্রহ করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। ছবি: সংগৃহীত

নমুনা সংগ্রহ করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। ছবি: সংগৃহীত

আগুনে পুরে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার কিছু সময় আগে কমলাপুরে আসার পর কাজ শুরু করে র‌্যাব।

র‌্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট পুড়ে যাওয়া কোচগুলো থেকে সংগ্রহ করেন বিভিন্ন নমুনা। ধ্বংসস্তূপের মধ্যে কেমিকেলের অস্তিত্ব, বোতল আর সন্দেহজনক সব কিছুই সংগ্রহ করেন তারা। ঘুরে দেখেন পোড়া বগিগুলো।

এর আগে রাতে কমলাপুর স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ঘটে অগ্নিকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ মহিদ উদ্দিন।

তিনি জানান, পরিকল্পিত নাশকতার শিকার হয়েছে ট্রেনটি। জড়িতদের খুঁজে বের করে আনা হবে আইনের আওতায়। আর দগ্ধ ৪ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

উল্লেখ্য, বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় যাত্রীরাও ব্যবহার করতেন এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh