টেকনাফে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি। ছবি: সাম্প্রতিক দেশকাল

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এসময় দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার সৈয়দ নুরের ছেলে তারেক (১৮) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে রায়হান (১৮)।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দু’জন ব্যক্তি তাদের হাতে থাকা শপিং ব্যাগসহ ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা পরস্পর যোগসাজসে ইয়াবার চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালানগুলো টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।

আবু সালাম চৌধুরী আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh