মানিকগঞ্জে ভোট হবে ৫১৬ কেন্দ্রে, নিরাপত্তা জোরদার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম

ভোটের প্রস্তুতি চলছে। ছবি: সাম্প্রতিক দেশকাল

ভোটের প্রস্তুতি চলছে। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাত পোহালেই আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মানিকগঞ্জের ৫১৬টি কেন্দ্রের ২ হাজার ৭৯১ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ ও আনসার সদস্য।

জেলা পুলিশের পক্ষ থেকে নির্বাচন কার্যক্রম অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ শাখা প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবে। ভোট কেন্দ্রে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh