ঝিনাইদহ শহরে পৃথক ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম

ঝিনাইদহ সদর থানা। ছবি- সংগৃহীত

ঝিনাইদহ সদর থানা। ছবি- সংগৃহীত

ঝিনাইদহ শহরে পৃথক ৩ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ জানুয়ারি) রাতে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

জানা যায়, শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে দুইটি ও এইচএসএস সড়কের মূল রাস্তায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শীতের রাত হওয়ায় লোকজনের চলাফেরা এমনিতেই কমছিল বলে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে ঝিনাইদহ পবহাটি গ্রামের আব্বাস শেখ নামে একব্যক্তি পায়রা চত্বরের বিস্ফোরণে আহত হয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, নির্বাচনের বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত চলমান রয়েছে। এমন ঘটনার সাথে জড়িতরা কেউ রেহায় পাবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh