ভোটার উপস্থিতির বিষয়ে কিছুই জানেন না সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহরে ভোট দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটার উপস্থিতির বিষয়ে আমি কিছু জানি না। আমি শুধু ভোট দিতে এসেছি।

আজ রবিবার (৭ জানুয়ারি) রাজধানী ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে ভোট দেওয়া শেষে উপস্থিত সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

ভোটার উপস্থিতি কম কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি আমি কিছুই জানি না, আমি আমার ভোট এসে দিয়ে গেছি এটাই জানি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন দেখবেন।

চলমান সহিংসতায় ভোটার উপস্থিতি কম হওয়া শঙ্কা করছেন কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কে আসবেন না, সহিংসতা হবে কি হবে না সেটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh