সরিষাবাড়ীতে নৌকা-ট্রাক সমর্থকদের সংঘর্ষে আহত ১০

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫২ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারশূন্য পুরুষদের লাইন। সকাল ১১.৪৫টায় তোলা ছবি।

সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারশূন্য পুরুষদের লাইন। সকাল ১১.৪৫টায় তোলা ছবি।

জামালপুরে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাকের সংঘর্ষ হয়েছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলি করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের ভিতরে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

তবে এখন ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh