ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১২ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ৪টায় শেষ হয়। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে একাধিক সংঘর্ষ, অবৈধভাবে ভোটদানের অভিযোগসহ একাধিক অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেছে।

এদিন সকাল ৮টায় জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। এতে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।

নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নেয় ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৩ আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৩৬।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। আর এ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ১১৭ জন। আর আমন্ত্রিত আছেন ৩২ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh