চট্টগ্রাম ১৬ আসনের নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম

চট্টগ্রাম ১৬ আসনের (বাঁশখালী) নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

চট্টগ্রাম ১৬ আসনের (বাঁশখালী) নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করার কারণে চট্টগ্রাম ১৬ আসনের (বাঁশখালী) নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (৭ জানুয়ারি) বিকেল চারটায় তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন।

একারণে বিকেল তিনটা ৪৫ মিনিটে কমিশন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়। এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ  বিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলাও ছিল।

এই আসনে ভোটগ্রহণ চলবে কী-না? এমন প্রশ্নের জবানে তিনি বলেন, ভোটগ্রহণ চলবে। তিনি ছাড়া আরও প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী আছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh