নির্বাচন বর্জনের ঘোষণা ডলি সায়ন্তনীর

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম

পাবনা-২ আসনের নোঙর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

পাবনা-২ আসনের নোঙর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

চুরি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের নোঙর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডলি সায়ন্তনী।

আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

সহকারী রিটার্নিং অফিসার এবং সুজানগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে তিনি এ কথা বলেন।

নির্বাচনে ভোট চুরি ও ভোট ডাকাতির অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনী জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তা দেখে নৌকার লোকজন দিশেহারা হয়ে পড়েন। বিজয় নিশ্চিত করার জন্য নৌকার পোলিং এজেন্ট ও বাইরের সমর্থকরা ব্যালট পেপার নিয়ে জোর করে নৌকায় সিল মারতে থাকেন। গোপালপুর স্কুল, ভবানীপুর স্কুল, জাহানা কাঞ্চন উচ্চ বিদ্যালয়, শান্তিপুর স্কুল, চিনাখড়া হাইস্কুল কেন্দ্রে ৬০-৭০ শতাংশ ভোট কেটে নেওয়া হয়।

এসব ঘটনার অনেক ফুটেজ মোবাইলে ধারণ করেন বলে জানান স্বতন্ত্র এ প্রার্থী। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে সোনালি আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকুমার সরকার বিকেল ৩টায় জানান, তিনি এখনো নির্বাচনী মাঠে রয়েছেন। তাই বিষয়টি তার জানা নেই।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি এখনো তিনি জানেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh