স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী টানা পাঁচবারের এমপি হুইপ আতিক

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:২৯ এএম

আতিউর রহমান আতিক। ছবি: শেরপুর প্রতিনিধি

আতিউর রহমান আতিক। ছবি: শেরপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের টানা পাঁচবারের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের হুইপ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিউর রহমান আতিক এবার ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর কাছে ধরাশায়ী হয়েছেন। 

গতকাল ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৭৫ ভোট। আর নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক পেয়েছন ৯৩ হাজার ৩৭ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ১০৩ ভোট।

আতিউর রহমান আতিক টানা পাঁচবার এমপি হওয়ার আগে একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে ছানোয়ার হোসেন ছানু ইতিপূর্বে একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়। তিনি গত বছর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ পান। ছানোয়ার এবার নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh