ঢামেকে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম দিলেন মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন রুমা আক্তার (২৬)।

আজ সোমবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হকের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে এসব শিশুর জন্ম হয়।

নাজমা হক বলেন, সদ্যোজাত শিশুদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। এদের মধ্যে একটি মেয়ের মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক সূত্র জানায়, গতকাল রবিবার দিবাগত রাতে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রুমা আক্তার (২৬)। পরে সকাল তাকে লেবার রুমে নেওয়া হয়। ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। পরে একে একে চার সন্তান জন্ম দেন।

চিকিৎসকেরা জানান, শিশুগুলোর সময়ের আগেই ২৯ সপ্তাহে জন্ম হয়েছে। তাদের ওজনও কম। তাই শিশুদের নবজাতক বিভাগের এনআইসিইউতে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, রুমা আক্তারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামে। তার স্বামীর নাম শহিদ মোল্লা। তিনি সৌদি প্রবাসী।

রুমা আক্তারের বোন মাকসুদা বলেন, রুমার বিয়ের আট বছর হলেও তার কোনো সন্তান হচ্ছিল না। বোনের সন্তান হওয়ায় পরিবারের সবাই খুব খুশি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, একজন প্রসূতি নারীর একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়া খুবই কষ্টকর। তবে এখানে অভিজ্ঞ চিকিৎসকদের কারণে তা সম্ভব হয়েছে।

তিনি বলেন, শিশুগুলো অপরিপক্ব হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের এনআইসিইউ প্রয়োজন হয়। শিশুদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh