রামুতে গাঁজাসহ রোহিঙ্গা মাদককারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম

নুর মোহাম্মদ। ছবি- সাম্প্রতিক দেশকাল

নুর মোহাম্মদ। ছবি- সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের রামু উপজেলায় ৬ কেজি  গাঁজাসহ নুর মোহাম্মদ (২৪) নামে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নুর উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ব্লক-এফ ক্যাম্পের মৃত সৈয়দুল আমিনের ছেলে। 

গকতাল মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ধেছুয়াপালং ইউনিয়নে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে ৬ কেজি ও মাদক বেচাকেনার ৩৭ হাজার ৪০০ নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

আবু সালাম চৌধুরী আরও জানান, নুর নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছেন। তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল বলে জানান।

নুর মোহাম্মদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh