ঢাকা থেকে অপহৃত শিশুকে বড়াইগ্রামে ফেলে গেল অপহরণ চক্র

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম

বড়াইগ্রাম থানা, নাটোর। ছবি: সংগৃহীত

বড়াইগ্রাম থানা, নাটোর। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে অপহৃত শিশু আরমানকে (৮) নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে গেছে অপহরণ চক্র। গতকাল বুধবার (১১ জানুয়ারি) সন্ধায় উপজেলার আহম্মেদপুর কানন ফিলিং স্টেশনের সামনে তাকে ফেলে রেখে যান তারা।

আরমান জানান, দুপুরে ঢাকার স্থানীয় একটি বাজারে তার মা বাজার করতে ব্যস্ত থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। মুখোশধারী লোকেরা বড়াইগ্রামে এসে দাঁড়ালে আরমান চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এতে ধরা পড়ার আশঙ্কায় দুর্বৃত্তরা দ্রুত শিশুটিকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এসময় তিনি তার বাবার নাম সাব্বির হোসেন বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 

আহম্মেদপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, আমরা তার স্বজনদের খোঁজ করার চেষ্টা করছি। তবে তিনি কোনো ঠিকানা বলতে না পারায় স্বজনদের খুঁজে পেতে অসুবিধা হচ্ছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে আমরা খোঁজ নিয়ে শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা করবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh