সুপার কাপ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। এতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কাতালানরা।

গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রিয়াদের আল-আওয়াল পার্কে শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে আক্রমণে ধারহীন ছিলো বার্সেলোনা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।

ম্যাচের ২৮তম মিনিটেও সুযোগ হারান সের্হিও রবার্তো। কুন্দের বাড়িয়ে দেওয়া পাস থেকে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি। এতে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে ইকে গুন্দোয়ানের থ্রু-বল থেকে বার্সাকে লিড এনে দেন রবার্ত লেভানদোভস্কি। এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় বার্সা, তবে তা কাজে লাগাতে পারেনি।

ইনজুরি টাইমে জোয়াও ফেলিক্সের পাস থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লামিলে ইয়ামাল। এতে সুপার কোপায় সবচেয়ে কম বয়সী হিসেবে গোল করার রেকর্ড গড়েন ইয়ামাল।

উল্লেখ্য, আগামী রবিবার (১৪ জানুয়ারি) ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh