সুদানে বোমা হামলায় ৩৩ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম

চলমান লড়াইয়ে সুদানের কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছবি- সংগৃহীত

চলমান লড়াইয়ে সুদানের কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছবি- সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমে হামলায় অন্তত ৩৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশের প্রাণ গেছে বিমান হামলায়।

গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটে।

সুদানের গণতন্ত্রপন্থী আইনজীবীরা জানিয়েছেন, ৩৩ জনের মধ্যে ১০ জনের প্রাণ গেছে কামানের গোলার আঘাতে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণের এ ঘটনা ঘটে।

সুদানে গত বছরের ১৫ এপ্রিল থেকে সামরিক বাহিনীর (এসএএফ) সঙ্গে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত চলে আসছে। দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আধাসামরিক বাহিনীর প্রধান। পরে নিজ বাহিনী নিয়ে সেনাপ্রধানের ওপর আক্রমণ চালান তিনি। তখন থেকে সাম্প্রতিকতম এ লড়াইয়ের শুরু। একাধিকবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মানেনি।

চলমান লড়াইয়ে সুদানের কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেখা দিয়েছে খাদ্যসংকট। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। আর ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh