ঝিনাইদহে মরদেহ দাফন করবে ‘আখেরী সফর’

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম

‘আখেরী সফর’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

‘আখেরী সফর’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

‘আখেরী সফর’ নামের এক ব্যতিক্রমী ঘরের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের মাতা।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) রাতে ঝিনাইদহ পৌরসভায় তিনি এ ঘরের উদ্বোধন করেন।

এসময় পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পৌর এলাকার সকল ধর্মের মরহুমদের কবরস্থসহ অসহায় ও দুস্থ পরিবারকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দাফন সংক্রান্ত সকল সরঞ্জামাদি ও তাদের বাড়িতে তিনদিনের সমস্ত খাবারের ব্যবস্থা হিসাবে চাল, ডাল, মাছ, মাংসসহ তরিতরকারির সকল ব্যবস্থা করে দেবেন।


পুরবাসীরা মরহুমের পরিচয়পত্র জমা দিয়ে মরহুমের দাফন সংক্রান্ত সকল সরঞ্জামাদি ও তাদের বাড়িতে তিনদিনের সমস্ত খাবারের সুবিধা নিতে পারবেন।

এসময় আখেরী সফর ঘর সম্পর্কে সকল তথ্য তুলে ধরে পৌরসচিব মুস্তাক আহম্মেদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সকল ধর্মের মৃতদের জন্য এসকল সুবিধা প্রদানের জন্য পুরবাসী মেয়র মহোদয়কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh