নির্বাচন বাতিলের দাবিতে আইনজীবীদের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

 কালো পতাকা মিছিল করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের আইনজীবীরা। ছবি: সংগৃহীত

কালো পতাকা মিছিল করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের আইনজীবীরা। ছবি: সংগৃহীত

নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের আইনজীবীরা।

আজ রবিবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলটিতে নেতৃত্ব দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আব্বুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন, ঢাকা বারের সাবেক সম্পাদক হজরত আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল  ইসলাম,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হান্নান ভূঁইয়া, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ তালুকদারসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

এসব বক্তারা নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বক্তব্য রাখেন ও বিভিন্ন স্লোগান দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh