আবারো এক হলেন মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

লিওনেল মেসি, লুইস সুয়ারজে, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। ছবি: ইন্টার মায়ামির ফেসবুক পেজ থেকে

লিওনেল মেসি, লুইস সুয়ারজে, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। ছবি: ইন্টার মায়ামির ফেসবুক পেজ থেকে

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি লুইস সুয়ারেজ আবারো মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে একত্রিত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) মায়ামিতে প্রথমবারের মত অনুশীলন করেছেন সুয়ারেজ। এ সময় উরুগুইয়ান এই তারকা বলেন, জুনে কোপা আমেরিকাকে সামনে রেখে ইন্টার মিয়ামিতে নিজেকে প্রস্তুত করে তোলার আশা তিনি করছেন।

৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। গতকালই ছিল সেখানে তার প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন। এই ক্লাবে মেসি ছাড়াও বার্সেলোনার আরো দুই সতীর্থ জোর্দি আলবা ও সার্জিও বাসকুয়েটসের সাথেও সাক্ষাত হয়েছে সুয়ারেজের।

বর্ণাঢ্য ক্যারিয়ারে সুয়ারেজ আয়াক্স, লিভারপুল ও অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন। গত মৌসুমে গ্রেমিওর হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৬ গোল করেছেন। নতুন ক্লাবে নিজেকে সফল একটি অবস্থানে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুয়ারেজ, ‘ফুটবল সবসময়ই একটি চ্যালেঞ্জিং জায়গা। ইন্টার মিয়ামি আমাকে এমএলএস জয়ের স্বপ্ন পূরণের দারুণ একটি সুযোগ করে দিয়েছে। ক্লাবটি এখনো এমএলএস জিততে পারেনি।’

ইন্টার মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের আগ্রহেই সুয়ারেজ এই ক্লাবে এসেছেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএস’র নতুন মৌসুম শুরু হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh