নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

ভোলা সদর হাসপাতাল। ছবি: সাম্প্রতিক দেশকাল

ভোলা সদর হাসপাতাল। ছবি: সাম্প্রতিক দেশকাল

ভোলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের লাঠির আঘাতে আব্দুর রব নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে শহরের চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুর রব সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, আজ দুপুরের দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় সুজন নামের এক যুবক ওই নারীর গতিরোধ করে তার কাছে সাহায্য হিসেবে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় সুজন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও উত্যক্ত করেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সবজি বিক্রেতা বৃদ্ধ আব্দুর রব ঘটনার প্রতিবাদ করলে সুজন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। স্থানীয়রা বৃদ্ধ আব্দুর রবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ সুজনকে গ্রেপ্তার করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh