আইন পেশায় ফিরলেন সাবেক ৩ মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:১২ পিএম

নুরুল ইসলাম সুজন, শ. ম রেজাউল করিম এবং মাহবুব আলী। ছবি- সংগৃহীত

নুরুল ইসলাম সুজন, শ. ম রেজাউল করিম এবং মাহবুব আলী। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েন বেশ কয়েকজন। বাদ পড়াদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবীও। তারা হলেন- সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তাদের মধ্যে মাহবুব আলী ছাড়া বাকি দুজন মন্ত্রী না থাকলেও এমপি হিসেবে রয়েছেন সংসদে। 

এদিকে আজ রবিবার (১৪ জানুয়ারি) থেকে আবারও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হয়েছেন তিন আইনজীবী। জানতে চাইলে শ.ম. রেজাউল করীম গণমাধ্যমকে বলেন, আইন অঙ্গন আমার ৩৬ বছরের। মন্ত্রীত্ব থেকে ফেরার পর প্রথম কর্ম দিবসেই নিজ পেশায় ফিরে নতুন উদ্যোমে কাজ শুরু করেছি এবং ৪টি মামলার শুনানিতে অংশ নিয়েছি।

মাহবুব আলী বলেন, প্রথম কর্মদিবসে সবার সঙ্গে কুশল বিনিময় হয়েছে। নিজ পেশায় ফিরে ভাল লেগেছে। মন্ত্রীত্বের সময় দায়িত্ব থেকে কাজ করেছি। আর আইন অঙ্গন নিজের পেশা। এটি বাড়ি–ঘরের মতো। এটি সব সময়ই ভাল লাগার জায়গা। তবে প্রথম দিনে কোনো মামলা শুনানিতে অংশ নেননি বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh