নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম

আটককৃত কাউছার হোসেন। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

আটককৃত কাউছার হোসেন। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদক সেবনের টাকা না দেওয়ায় কাউছার হোসেন (৩০) নামে মাদকাসক্ত এক যুবক তার মা কিরণ বেগমকে (৪৭) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (১৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলেকে আটক করেছে।

নিহত কিরণ বেগম ওই বাড়ির সৌদি আরব ফেরত আবুল খায়েরের মেয়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও নিহতের স্বজনরা জানায়, ঘাতক কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিলো। কিন্তু সে ভালো হয়নি। কোনো কাজকর্মও করতো না ওই যুবক। মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে কাউছার তার মাকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক লোকজন তাকে আটক করে। পরে ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। সেখানে কিরণ বেগমের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় ঘাতককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh