যাত্রীবাহীবাস থেকে ২৮ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৪

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহীবাসে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা থানার মোড় পারবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- ঝিকরগাছা থানার হাড়িয়াদেয়াড়া গ্রামের ফজলুর রহমানের দুই ছেলে স্বপন হোসেন (৩২) ও সজীব হোসেন (২৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে সাব্বির হোসেন সৈকত (২০) ও মিশ্রীদেয়াড়া গ্রামে সৈয়দ বুলবুল আহমেদের ছেলে রাহাত হোসেন (১৯)।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে নাভারণ থেকে ছেড়ে আসা যশোরগামী বাসে যাত্রীবেশে চার মাদক কারবারি মদের একটি বড় চালান নিয়ে যশোরের দিকে রওনা দিয়েছেন। এমন খবরে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার পারবাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে অবস্থান করে। এসময় ওই যাত্রীবাহীবাসে তল্লাশি চালিয়ে চার জনের কাছ থেকে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বিদেশি মদসহ চার মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh