গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম

ফায়ার সার্ভিসের লোগো। ফাইল ছবি

ফায়ার সার্ভিসের লোগো। ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরের এক তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কালিয়াকৈরের খাড়াজেড়া এলাকায় আল-আকসা কটন স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, আল-আকসা কটন স্পিনিং মিলে প্রতিদিনের মত সোমবারও শ্রমিকরা সুতা ‌তৈরির কাজ করছিলেন। সন্ধ‌্যা সাড়ে ৬টার দি‌কে কারখানার সিকিউরিটি গার্ড আব্দুল মজিদ গোডাউনে রাখা তুলার মাঝে আগুন দেখতে পায়। পরে শ্রমিক এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর এবং টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট  এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প‌রিমাণ জানাতে এখনও জানা যায়নি।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh