ইবিতে সোমবারের অনলাইন ক্লাস বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

সাড়ে ৫ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাসের পরিবর্তে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলবে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ৩০ জুলাই প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh