আদালত অবমাননা: তলবে হাইকোর্টে হাজির নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৩০ এএম

হাইকোর্টের তলবে হাজির নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

হাইকোর্টের তলবে হাজির নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে তিনি হাইকোর্টে উপস্থিত হয়েছেন।

আদালতের নুরের পক্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে, নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ১১ ডিসেম্বর নুরকে তলব করেন।

এছাড়া নুরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh