প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম

সালমান এফ রহমান। ফাইল ছবি

সালমান এফ রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে অবৈতনিক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ জানুয়ারি এক নিয়োগ প্রজ্ঞাপনে সালমান এফ রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এতে উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন‌ বলা হয়েছিল। কিন্তু নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh